মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার একটি সাইবার ক্যাফের দোকানে মানি ট্রান্সফার করিয়ে টাকা না দেওয়ার জন্য এক যুবককে আটকে রাখলো দোকানদার। এমনই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটে আসে পথচারীরা। তার মুখের ভেতর কিছুটা রক্তের দাগ প্রসঙ্গে ধৃত ওই যুবক বলে কর্তৃপক্ষ থেকে মারধর করেছে অন্যদিকে কর্তৃপক্ষ বলে, টাকা না দিয়ে চলে যাবার সময় তাকে ধরতে গিয়ে সে পড়ে যায় মাটিতে, তখনই কিছুটা চোট লাগে।
দোকান কর্তৃপক্ষ বলেন, অনলাইনে ট্রান্সপোর্ট করতে এসে অনেকেই সাকসেসফুলি পেমেন্ট দেখে তারপর ক্যাশ টাকা দেন এক্ষেত্রেও সেটাই হবে এমনটাই ভেবেছিলেন তিনি। অন্যদিকে ধৃত অভিযুক্ত যুবক জানায় তার বাড়ি বাগআঁচড়া কুলিয়া গ্রামে, এক ব্যক্তি তাকে ফোন করে বলেন তার একাউন্টে পুরস্কার বাবদ টাকা ঢুকেছে ১২০০০। এরপর সেই টাকা তোলার জন্য এক বন্ধুর সহযোগিতায় এখানে এসেছিলো সে । এর বাইরে আর বেশি কিছু বোঝা সম্ভব হয়নি তার অসংলগ্ন কথার জন্য। কারণ সে টাকা ওই একাউন্টে পাঠানোর পেছনে কি কারণ তা পরিষ্কার করেনি। অন্যদিকে দোকান কর্তৃপক্ষ যার একাউন্টে টাকা পৌঁছানো হয়েছে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনিও প্রাথমিকভাবে ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও পরবর্তীতে মোবাইলের সুইচ অফ করে দেন।