নদীয়ার আদিবাসী আশ্রম আবাসিক হোস্টেল থেকে নিখোঁজ দুই ছাত্রের খোঁজ 

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার কৃষ্ণগঞ্জের একটি আদিবাসী আশ্রম আবাসিক হোস্টেল থেকে নিখোঁজ দুই ছাত্রের খোঁজ মিলল নদীয়ার তেহট্টে এলাকায়।

জানা যায়, কোন এক ওই ছাত্র দুজনকে উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় পুলিশের হাতে তুলে দেন। এরপর কোতোয়ালী থানার পুলিশ কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে ছাত্রদেরকে তাদের হাতে তুলে দেয়। দুজনকে আজ আদালতে পেশ করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ এলাকার আদিবাসী আশ্রম হোস্টেল থেকে পালিয়ে যায় অভি সর্দার (৭) ও দ্বীপ সর্দার (৮) নামের দুই জন ছাত্র। এদের মধ্যে একজনার বাড়ি হাঁসখালি থানায় এলাকায়। অপরজন কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই দিন তেহট্ট থেকে উদ্ধার হয় নিখোঁজ দুই ছাত্র। নিখোঁজদের নিজেদের হেফাজতে নিয়ে আদালতে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply