বাংলাদেশ দর্শনা থেকে আসা বর্জ্যে দূষিত হচ্ছে মাথাভাঙ্গা এবং চূর্ণী ! মৈত্রী এক্সপ্রেসের সামনে প্রতিবাদ এলাকাবাসীর

Social

মলয় দে নদীয়া:- বাংলাদেশের দর্শনার কেরু কোম্পানির ফেলা বজ্র পদার্থে ভারতের মাথাভাঙ্গা ও চূর্ণী নদীর দূষণ রোধ করার জন্য রবিবারে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন মাথাভাঙ্গা ও চুন্নি নদী বাঁচাও কমিটির লোকজন। তারা মাজদিয়া থেকে গেদে পর্যন্ত পৌঁছে গিয়ে গেদে স্টেশনে বাংলাদেশ থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের সামনে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানালেন।

মাথাভাঙ্গা ও চূর্ণী নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন ভৌমিক জানিয়েছেন,’ বছরের পর বছর ধরে বাংলাদেশে দর্শনার কেরু কোম্পানি তাদের কারখানার বজ্র পদার্থ মাথাভাঙ্গা ও চূর্ণী নদীর জলে ফেলে নদী দূষণ করে আসছে। আমরা দীর্ঘদিন ধরেই এর প্রতিবাদ করে যাচ্ছি মাথাভাঙ্গা ও চূর্ণী নদী বাঁচাও কমিটি এবং নদী ও জীবন বাঁচাও আন্দোলন কমিটির প্রতিবাদ জানাতে আমরা মাজদিয়া থেকে গেদে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের দর্শনা পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু না যেতে পেরেও বাংলাদেশ থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের সামনে জমায়েত করে আমরা আমাদের ক্ষোভের কথা জানিয়েছি। কেরু কোম্পানির সাফাই, ওনারা তিস্তা নদীতে জল পাচ্ছেন না। সেই কারণে তাদের কারখানার বজ্র পদার্থ মাথাভাঙ্গা ও চূর্ণী নদীতে ফেলা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক আইনে কখনোই কোন নদী দূষণ করা যায় না। আমরা ভারত সরকার বাংলাদেশ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সকলকেই আবেদন জানাচ্ছি অবিলম্বে কেরু কোম্পানির বজ্র পদার্থ খেলা বন্ধ করা হোক।কেরু কোম্পানির মধ্যে যে ইটিপি মেশিন চালু করা রয়েছে সেটা বন্ধ না রেখে চালু রাখা হোক। নদী দূষণ রোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।’

Leave a Reply