পূর্ব মেদিনীপুর,মদন মাইতি: পুজোর আগেই পর্যটকদের বড় প্রাপ্তি। দিঘায় মেরিন ড্রাইভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক এসে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিঘা এখন আন্তর্জাতিক টুরিস্ট স্পট।
কী এই মেরিন ড্রাইভ?
মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচেই এবার পশ্চিমবঙ্গেও গড়ে উঠল নতুন মেরিন ড্রাইভ। ৩০ কিলোমিটার লম্বা এই ঝাঁ-চকচকে রাস্তায় জুড়ে যাবে দিঘা, তাজপুর, মন্দারমণি এবং শংকরপুর। মাত্র আধ ঘণ্টা বা তারও কমে দিঘা থেকে শঙ্করপুর চলে যাওয়া যাবে। ফলে পুজোর আগে একবার ঘুরে আসতেই পারেন এই রাস্তা দিয়ে।
এই রাস্তার মাধ্যমে সমুদ্রের শোভা উপভোগ করতে করতেই দিঘা থেকে কাঁথি যাওয়া যাবে। এই রাস্তার ফলে দিঘা এবং শংকরপুরের দূরত্ব আগের তুলনায় কমে যাবে। ফলে দিঘায় আসা পর্যটকরা আরও বেশি করে আশেপাশের ট্যুরিস্ট অঞ্চলগুলি ঘোরার উত্সাহ পাবেন।
দুই পাশে অপরূপ প্রাকৃতিক শোভা। আর চাকার তলায় কালো মসৃণ রাস্তা। লং ড্রাইভ বা লং রাইডের জন্য একেবারে আদর্শ। রাস্তায় মোট ৩টি সেতু পড়বে। জলদা সৌলায় এবং ন্যায়কালীতে।
প্রশাসন সূত্রে খবর, ১৭৩ কোটি টাকার বাজেটের মধ্যে ১৬৩ কোটি খরচ হয়েছে এই সেতু তিনটি তৈরি করতেই। বাকি ১০ কোটি খরচ হয়েছে রাস্তা নির্মাণে।
সমুদ্র সৈকতের সমান্তরাল ভাবে তৈরি হওয়া এই রাস্তা পর্যটকদের যে বিশেষ ভাবে আকৃষ্ট করবে, তা নিয়ে নিশ্চিত মুখ্যমন্ত্রী।