পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর ও যুব সংসদ প্রতিযোগিতা

Social

মলয় দে নদীয়া :- ভারতবর্ষ সংসদীয় গণতন্ত্রের দেশ। সেই সংসদীয় গণতন্ত্র কী, কীভাবে সংসদে অধিবেশন বসে, লোকসভা ও বিধানসভা নির্বাচনের মাধ্যমে কীভাবে নির্বাচিত হন জনপ্রতিনিধিরা, ভারতবর্ষের সংসদ সম্পর্কে সম্যক ধারণা ছাত্র-ছাত্রীদের মধ্যে তৈরির জন্য নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে নেওয়া হয়েছে একটি প্রতিযোগিতার ব্যবস্থা। যুব সংসদ প্রতিযোগিতা নামে ওই প্রতিযোগিতার আসরে আপাতত অংশ নিচ্ছে শান্তিপুরের আটটি স্কুল। সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে যারা স্থানাধিকারী হবে, তারা আগামীদিনে নদীয়া জেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

যুব সংসদ পরিচালনা ও প্রস্তুতি এবং সেই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শান্তিপুরে আটটি স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী। এই প্রতিযোগিতার আয়োজক কমিটির পক্ষে শিক্ষক প্রতিনিধি সঞ্জিত কুমার ভট্টাচার্য জানিয়েছেন,’ ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা রয়েছে। ভারতের সেই সংসদ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্যক ধারণা তৈরি করতে আয়োজন করা হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা। ভারতবর্ষের যে সংসদ রয়েছে, সেখানে বিভিন্ন রকম কাজকর্ম কীভাবে হয়ে থাকে, কীভাবে সংসদ পরিচালিত হয়ে থাকে, কীভাবে লোকসভা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যান প্রতিনিধিরা, তাদের কাজ কী, দায় দায়িত্ব কতটা, কীভাবে শপথ গ্রহণ করা হয়, কিভাবে স্পিকার সংসদ পরিচালনা করেন, সেই সম্পর্কে একটা ধারণা ছাত্র-ছাত্রীদের মধ্যে তৈরি করার উদ্যোগ দেখেই এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আপাতত শান্তিপুরের ৮ টি স্কুলের ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শান্তিপুর পুরসভার উদ্যোগে নেওয়া এই প্রতিযোগিতার এবং অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।আগামী দিনে জেলার বিভিন্ন ব্লক এবং শহরের স্কুলগুলিকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী ১৯ সেপ্টেম্বর শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে এই প্রতিযোগিতা হবে। বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই প্রতিযোগিতা থেকে থানাধিকারীরা আগামী দিনে নদীয়া জেলায় প্রতিযোগিতার অংশগ্রহণ করবেন।’

অন্যদিকে ছাত্রছাত্রী দাও খুশি এ ধরনের উদ্যোগে, জানায় নিজেরাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা বিভিন্ন দপ্তরের মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা এই প্রথম। এতদিন বই পড়ার থেকেও নিজেরা এভাবে অংশগ্রহণ করে আরো অনেক বেশি কিছু শিখলাম।

Leave a Reply