নদীয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে শনিবার আয়োজিত হল ডিস্ট্রিক্ট যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৭৬ জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করে। যাদের মধ্য থেকে কৃতিদের বেছে নিয়ে আগামী ১০-১১ এবং ১২ই সেপ্টেম্বর বোলপুরে রাজ্য স্তরে খেলায় অংশগ্রহণ করানো হবে।

সংগঠনের কার্যকারী সভাপতি শ্যামল দা বলেন, কেন্দ্রীয় সরকারের ইয়ুথ অ্যাফেয়ার এন্ড স্পোর্টস ডিরেক্টরের অনুমতিক্রমে গঠিত হয়েছিলো ওয়েস্ট বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন। যোগাসনের জেলা বা রাজ্যস্তরের বিভিন্ন ধরনের আয়োজনে অনেক সময় অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন নানান সংস্থার আয়োজনে।

এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফুটবল ক্রিকেটের মতন যোগাসনে ও ন্যাশনাল যোগাসন স্পোর্টস ফেডারেশন অনুমতি থাকলে তবেই জেলা বা রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতা করাতে পারবে।

Leave a Reply