এনআরসি,এনপিআর ও সিএএ’র Er বুথ ভিত্তিক কর্মী ও এজেন্টদের নিয়ে একটি কর্মশালার করলো হরিশচন্দ্রপুর থানা জাতীয় কংগ্রেস।

Social

দেবু সিংহ,মালদা: কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি এনআরসি,এনপিআর ও সিএএ’র শিকার থেকে মানুষকে রক্ষা করার লক্ষ্যে শনিবার সকালে হরিশচন্দ্রপুরের কাউয়ামরি জিডি কলেজে মাঠে এলাকার বুথ ভিত্তিক কর্মী ও এজেন্টদের নিয়ে একটি কর্মশালার করলো হরিশচন্দ্রপুর থানা জাতীয় কংগ্রেস।

এদিনের ওই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মোস্তাক আলম।জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার। চাচল বিধান সভার বিধায়ক আসিফ মেহবুব প্রমুখ কংগ্রেস নেতৃত্বরা।

এদিনের ওই কর্মশালা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির নিয়ে বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও জাতি বিদ্বেষ নীতির করা সমালোচনা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকার তথা বিজেপির প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।

অন্যদিকে এদিনের ওই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান ও ভূমিকা তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম ও কার্যকরী সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার।তাঁরা আরো বলেন, স্বাধীনতা সংগ্রামে দেশের সব ধর্মের মানুষের অগ্রণী ভূমিকা থাকলেও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টিকারী বিজেপি আশ্রিত আর এস এস এর কোনো ভূমিকা ছিলনা।আর সেই আর এস এস এর সরকার ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন,দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে।তাই মুসলমানদের এই দেশে থাকার অধিকার নেই।ফলে এই দেশে মুসলমানদের যদি কোনো অধিকার না থাকে তবে, মোদী এবং অমিত শাহ ও তাদের পূর্বপুরুষরা দেশের জন্য কি করেছে এমনকি তার কি অধিকার রয়েছে তা প্রমাণ করতে হবে মোদী ও অমিত শাহকে।

পাশাপাশি দিল্লীর ঘটনা নিয়েও বিজেপির কড়া সমালোচনা করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিজেপির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক নিয়ে তীব্র ভৎসনা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply