মলয় দে, নদীয়া:- নদীয়ার বীরনগরের প্রায় পাঁচশো বছর উলায় চন্ডীর পূজো অনুষ্টিত হয় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন । কথিত আছে বাণিজ্য করতে যাচ্ছিলেন চাঁদ সওদাগর সেই সময় পাথরে ধাক্কা লেগে চাঁদ সওদাগরের নৌকা ডুবে যায়।এরপর স্বপ্নাদেশ মতো চাঁদ সওদাগর কে মা চন্ডী উলা গ্রামে শিলাখণ্ড প্রতিষ্ঠা করতে বলেন তখন থেকে মা উলা চন্ডীর আরাধনা শুরু ।
প্রতিবছরই শুক্লপক্ষের পূর্ণিমাতে মা উলাই চন্ডীর মেলা উপলক্ষে লোক সমাগম হয় যথেষ্ট। কিন্তু গত বছর করোনা মহামারীর জন্য লকডাউন এর কারণে বন্ধ ছিল মা উলাই চন্ডী মেলা। এবারও করোনা কারণ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উলাই চন্ডী মেলা বন্ধ রাখা হয়েছে। আজকের এই পুণ্য দিনে শুধুমাত্র গুটিকয়েক সেবায়েত মায়ের পুজো সারলেন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে। দেখা গেল না মানুষের ঢল।