অষ্টমতম শৃঙ্গ মানাসলু অভিযানে বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে বাংলার ৫ জন পর্বতারোহী

Social

দীপ রায়,নদীয়া: ৬২ বছর বয়সে বিশ্বের অষ্টম উচ্চতম মানাসলু (৮১৬৩ মিটার) শৃঙ্গ অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী প্রথম অসামরিক বাঙালি পর্বতারোহী বসন্ত সিংহরায় সহ ৫ জন বাংলার পর্বতারোহী ।
২৮শে আগষ্ট কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান দলের নেতা বসন্ত সিংহ রায়।

পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু যার উচ্চতা ৮১৬৩ মিটার অভিযানে মাউন্টেনিয়াস অ্যাসোসিয়েশান অফ কৃষ্ণনগরের (ম্যাক) দলনেতা বসন্ত সিংহ রায় এর নেতৃত্বে আগামী ৩১শে আগষ্ট রওনা দিচ্ছেন কাঠমান্ডুর উদ্যেশ্যে। হাওড়া থেকে রকসল নেমে কাঠমান্ডু পৌঁছানো। এক দিন পর গাড়ি করে সেতি খোলা নামা। তার পর সেখান থেকে পায়ে হেঁটে ৫ দিনের সামাগাঁও পৌঁছবেন পর্বতারোহীরা।

অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী এই পর্বতারোহীর সঙ্গে অভিযানে সঙ্গী হচ্ছেন নদীয়ার রানাঘাট ও কৃষ্ণনগরের আরও পাঁচ জন আরোহী অসীমকুমার মণ্ডল, রুম্পা দাস, প্রশান্ত সিংহ, সুব্রত ঘোষ এবং সুমিত্রা দেবনাথ। তাঁদের মধ্যে ৪ জন স্কুলশিক্ষক বা শিক্ষিকা, একজন পঞ্চায়েতকর্মী। দীর্ঘ ৪০ দিনের এই অভিযানে খরচ পড়বে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা।

কিন্তু এত টাকা কিভাবে জোগাড় হবে ? কারণ এখনও কোন প্রকার স্পনসরড পাইনি এই পর্বতারোহী দলটি।
সদস্যদের একজন বামনপুকুর হাইস্কুলের শিক্ষক প্রশান্ত সিংহ জানালেন, ব্যাংক থেকে লোন নিয়ে এই অভিযানে যাচ্ছেন। তবে কয়েকজন শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা বার্তা দিয়েছেন সেটাই তাদের কাছে কোটি কোটি টাকার সমান। কয়েকজন অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এগিয়ে এসেছে সহযোগীতার জন্য। কয়েকদিন আগেই নদীয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগর ম্যাক এর অফিসে শুভেচ্ছা জানিয়েছেন করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কাজ করা কৃষ্ণনগরের অরাজনৈতিক শিক্ষক সংগঠন কোভিড কেয়ারের সদস্যরা।

অর্থের অভাবে অভিযানে কোন প্রভাব পড়ছে কিনা ? এই প্রসঙ্গে জানা যায় কাঠমান্ডু থেকে সামাগাঁও যেখানে বিদেশি পর্বতারোহীর কয়েক মিনিটের মধ্যে হেলিকপ্টারে করে পৌঁছে যায় সেখানে পাঁচ দিন ধরে হেঁটে পৌঁছবে এই দলের সদস্যরা।

জানা যায় মানাসলু অভিযানের জন্য কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পর্বতারোহী দলের সদস্যরা। তবে সারাবছর নিয়মিত শারীরচর্চা করতে হয়। মানসিক জোর আর সাহসই পর্বতারোহণের মূল মন্ত্র।
১০ থেকে ১১ই সেপ্টেম্বর বেসক্যাম্পে থাকবে দলটি। সেখানে কয়েকদিন নিজেদের মানিয়ে নেওয়া। তারপর সব ঠিক ঠাক থাকলে ২৬শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর ফাইনাল সামিট হবে।

নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে দলের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply