নদীয়া থেকে কেদারনাথ ! পরিবেশ সচেতনতায়  ২০০০ কিমি দৌড়ে কেদারনাথ !

Social

মলয় দে নদীয়া :- করোনা পরিস্থিতির মধ্যে সকলকে সুস্থ থাকার দাওয়াই হিসেবে, ফিট ইন্ডিয়া মুভমেন্টের সবুজ ঘাসের উপর দৌড়ানোর বার্তা দেন দৌড়বাজ মাহি। মাহির ভালো নাম মোহিতোষ ঘোষ। নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বুঁইচায় তার বাড়ি। তাকে দেখে সবুজ মাঠে দৌড়াতে আসা বন্ধুর সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে অনেকটাই ।

শুধু বার্তা দেওয়া নয় শিবনিবাস নবদ্বীপ তারকেশ্বর দীঘা দার্জিলিং এইরকম প্রায় এক ডজন দূরত্বের এলাকায় বারে বারে তিনি পরিবেশের বার্তা নিয়ে এক ছুটে পৌঁছে গেছেন বারে বারে। তবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই তার চার সাইকেল বন্ধু সঙ্গ দিয়েছে তাকে। এবারে লম্বা দৌড়ের পালা, ওই চার সাইকেল বন্ধুকে সঙ্গে নিয়েই ঝাড়খন্ড উত্তর প্রদেশ উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে দু হাজার কিলোমিটার পথ অতিক্রান্ত করে আজ ২৮শে আগস্ট কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচির মধ্যেই তার এই যাত্রা। গত ১৫ই আগস্ট শুভ রওনার ইচ্ছা থাকলেও পায়ে সামান্য চোট লাগার কারণে তা পিছিয়ে ২৮ তারিখ করেন। ইতিমধ্যেই তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তিপুর থানার যাবতীয় কাগজপত্র কাজ সেরে ফেলেছেন। পরিবেশের বার্তা তো আছেই, মাস্টার ডিগ্রি সমাপ্ত করার পর এই যুবকের প্রধান বার্তা দৌড়েই সুস্থ রাখা যায় শরীরকে। সমগ্র ফুলিয়া তো বটেই গোটা নদী আবাসিক তার এই সদিচ্ছাকে কুর্নিশ জানিয়েছে, অভিনন্দন জানাই আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও।

জানা যায়, বনসৃজন ,অকারণে গাছ না কাটা,রক্তদান দান, বাল্যবিবাহ সহ একাধিক বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ।

Leave a Reply