সোশ্যাল বার্তা: মায়ের শরীর থেকে শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ দূরীকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশানুসারে নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তর জেলা জুড়ে এই বিষয়ে সচেতনতার বার্তা দিতে দুটি লোকসংগীত এর দল ও তিনটি এইচআইভি ও সিফিলিস সংক্রান্ত সচেতনতার বার্তা সহ সুসজ্জিত ট্যাবলো আয়োজন করেছে। এই লোকসংগীত এর দল ও ট্যাবলো গুলি সমগ্র জেলাজুড়ে এই সচেতনতার বার্তা দিতে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত সচেষ্ট থাকবে।
মঙ্গলবার জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসিত কুমার দেওয়ান ফিতে কেটে ও EMTCT WEEK 2022 এর পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ যাত্রার সূচনা করেন। এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন জেলার এই প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা: কুনাল চক্রবর্তী মহাশয় সহ জেলার অন্যান্য আধিকারিক ও সহযোগী স্বাস্থ্য কর্মীবৃন্দ।
ভারপ্রাপ্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসিত কুমার দেওয়ান বলেন “আমাদের জেলায় যে ১৫ টি আই সি টি সি কেন্দ্র আছে সেখানে কর্মরত আমাদের স্বাস্থ্যকর্মীরা সদা সচেষ্ট। যে সকল মায়েরা আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আসেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে এইচআইভি ও সিফিলিস পরীক্ষার ব্যবস্থা করে দেন। যাতে করে কোন মায়ের শরীর থেকে এইচআইভি বা সিফিলিস শিশুর শরীরে প্রবেশ না করে তারই তারই জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ পাওয়া মাত্রই আমরা এই কর্মসূচির শুভ সূচনা করলাম।”
নদীয়া জেলার জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা: কুনাল চক্রবর্তী জানান “আমরা চাই সাধারণ জনগণের মধ্যে সমস্ত রকম স্বাস্থ্য সচেতনতার বার্তা যথাসময়ে পৌঁছে দিতে যাতে করে সাধারণ মানুষ যেমন সুস্থ থাকবে পাশাপাশি আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্ম সুস্বাস্থ্যের অধিকারী ও সুস্থ থাকবে। কোন দেশ তথা জাতিকে উন্নতির শিকড়ে তুলতে গেলে সে জনসমাজে অনেক বেশি সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে তারই দায়িত্ব পালনে আমরা সদা সচেষ্ট। জেলার প্রত্যেকটি আইসিটিসি সেন্টারে যত্ন সহকারে মায়েদেরকে এই পরিষেবা দেওয়ায় ব্যবস্থা রয়েছে। আর এই কথাগুলি লোকপ্রসার এর মাধ্যমে সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন এইচআইভি সংক্রমিত এলাকায় প্রচার অভিযান চলছে যাতে এই সংক্রমণকে দূরীকরণে আমরা আরও একধাপ এগিয়ে যেতে পারব”।