বন্যা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশিক্ষিত সিভিক ভলেন্টিয়ারদের লাইভ জ্যাকেট

Social

দেবু সিংহ,মালদা: বন্যা এবং ভাঙ্গনের মতো দুর্যোগ পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ ও প্রশাসন। এই দুর্যোগের মধ্যে মানুষ যদি কোনরকমে পড়ে যায় তাহলে তাদের কিভাবে উদ্ধার করা সম্ভব সে ব্যাপারে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করলো জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। ইতিমধ্যে ১০০ জন সিভিক ভলেন্টিয়ারকে দুর্যোগ মোকাবিলায় বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার জন্য প্রশিক্ষিত করা হয়েছে।

বন্যা ও ভাঙ্গন কবলিত মালদার মানিকচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, হরিশ্চন্দ্রপুর, চাচোল সহ বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষিত সিভিক ভলেন্টিয়ারেরা দুর্যোগে আটকে থাকা মানুষদের উদ্ধার কাজে এবার থেকে সামিল হবে। মালদা জেলা প্রশাসনিক ভবনে রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে এবিষয়ে একটি বৈঠক করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এরপরই জেলা প্রশাসনিক ভবন থেকেই প্রশিক্ষিত সিভিক ভলেন্টিয়ারদের লাইভ জ্যাকেট তুলে দেওয়া হয়। উপস্থিত হয়েছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব , অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা।

Leave a Reply