নদীয়ার শান্তিপুরে লাঠি খেলা, জারি গান ,কাজিয়া প্রস্তুতের মধ্য দিয়ে মহরম উৎসব

Social

মলয় দে নদীয়া : গতকাল ছিল মহরম। মহরমহলো ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। মুহররম শব্দটি আরবি যার অর্থ পবিত্র, সম্মানিত।

কথিত আছে মহরমের দ্বিতীয় দিনে ইমাম হোসাইনের কাফেলা কারবালায় পৌঁছায়। সেখানে পৌঁছে ইয়াজিদের বাহিনী ঘিরে ফেলে। হোসেনের যুদ্ধের কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ইয়াজিদের বাহিনী স্বেচ্ছাচারিতা করছিল। ইয়াজিদ চেয়েছিল ইমাম হুসাইনের হাতে বায়আত চাপিয়ে দিতে। বায়াত মানে নিজের ইচ্ছাকে অন্যের হাতে তুলে দেওয়া। কিন্তু ইমাম হোসাইন স্পষ্টভাবে ইয়াজিদকে বললেন, তুমি সঠিক শাসক নও। এবং জামিন নামঞ্জুর করেন।
মুসলমান ধর্মালম্বীদের মধ্যে শিয়া ও সুন্নি সম্প্রদায়ভুক্তদের মহরম উদযাপনের রীতি আলাদা । শিয়া সম্প্রদায়ের মানুষেরা মহরমের দিন কালো পোশাক পরে হুসেন,তাঁর পরিবার ও শহিদদের স্মরণ করেন। রাস্তায় তাঁরা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন। মহরমের নবম ও দশম দিন তাঁরা রোজা রাখেন। এই সময় বিশেষ নামাজ পড়ার রীতি আছে। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ভুক্তরা, মহরম মাসের দশম দিনে রোজা রাখেন ।
নদীয়ার শান্তিপুর নতুনহাট এলাকার মনিহার সংঘ সারা বছর অনুশীলনের মাধ্যমে এলাকার ছেলেমেয়েদের শরীর চর্চা এবং আত্মরক্ষার উপযুক্ত করে তোলার জন্য লাঠি খেলা শেখানো হয়। রাতে তা প্রদর্শিত হওয়ার উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তুতি চলে। তবে তারা বলেন এগুলি নিছকই প্রতিকী ধর্মীয় রীতি। গতকাল এলাকার হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে মধ্যাহ্নভোজ করেছিলেন। তাদের নিয়েই এটি একটি উৎসবে পরিণত হয়েছে।

শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া লেনের মুসলিম ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে বহির্চরার একটি জারি গানের দল নিয়ে এসেছেন, অন্যদিকে সুদুর কলকাতা থেকে এসেছে লাঠি খেলার দল। ক্লাবের কর্মকর্তাগণ বলেন এটি একটি ঐতিহ্য এবং পরম্পরা এলাকার মানুষজন অপেক্ষা করেন এই দিনটির প্রতীক্ষায়। অন্যদিকে জারি গানের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের ঐতিহ্যের ধারা বজায় রাখতে শিল্পীদের সহযোগিতার হাত বাড়ানো দরকার সরকারের।

Leave a Reply