বিশ্ব আদিবাসী দিবসে সুন্দরবনের কুমিরমারী দ্বীপে শিক্ষা সামগ্রী সহ লোকযন্ত্র বিতরণ

Social

মলয় দে নদীয়া :-আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে সারা বছর নিরন্তর লড়াই করার সংগঠনের নাম দিশারী। নদীয়ার বিভিন্ন জায়গায় বসবাস করা আদিবাসীদের নিয়ে তাদের এই সংগঠন এখন জেলা পেরিয়ে পৌঁছেছে সুন্দরবনেও।

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ৯ই আগস্ট ২০২২
প্রতি বছরের মতো দিশারী ৯ই আগস্ট ২০২২ তারিখে সুন্দরবনের ব-দ্বীপ অঞ্চলের কুমিরমারী দ্বীপ এবং শান্তিপুর, চাঁদপুরের আদিবাসী গ্রাম নদীয়াতে আদিবাসী দিবসের আয়োজন করে। তারা সুন্দরবনের কুমিরমারী দ্বীপে কালতানের প্রতিষ্ঠা দিবসও উদযাপন করে যা দিশারীর একটি বোর্ডিং স্কুল।
এবাদেও সচেতনতামূলক কর্মসূচী সহ সাংস্কৃতিক র‌্যালি (সুন্দরবন দ্বীপ রক্ষায় প্লাস্টিক নয়)
কলতানের বৃদ্ধা ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির।১৫ জন আদিবাসী শিল্পীর জন্য লোকযন্ত্র, পোশাক, অলঙ্কার এবং ঘুংরু বিতরণ
১০০ জন শিক্ষার্থীর জন্য বই, কপি, স্টেশনারি, বিতরণ করা হয়। এছাড়াও ও বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়।

Leave a Reply