মলয় দে নদীয়া :-পাচারকারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন বিএসএফের ৮২ নম্বর ব্যাটেলিয়ানের একজন জওয়ান। নাম তার সতীশ কুমার। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে নদীয়ার চাপরা থানার সিক্রি কলোনিতে। গোপন সূত্রে খবর পেয়ে সতীশ কুমারসহ ৮২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই কলোনির একটি বাড়িতে হানা দিয়েছিল। পাচার করার জন্য ওই বাড়িতে মজুত রাখা ছিল প্রচুর বোতল ফেন্সিডিল। চালিয়ে সেই ফেনসিডির উদ্ধার করার জন্য যখন কাজ করছিলেন সেই সময় পাচারকারীদের বেশ কয়েকজন হঠাৎই বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি শুরু করে বিএসএফ জওয়ানরা।
যদিও ওই এলাকায় মহিলা ও শিশু থাকায় বিএসএফ জওয়ানরা গুলি চালাতে সাহস পায়নি। কিন্তু পাচারকারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন সতীশ কুমার। তাকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতাল,পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।