পুজো প্যান্ডেলে স্বাস্থ্যবিধি মেনে চললেও, রাম নবমী দোলের শোভাযাত্রায় উল্টোপুরাণ! স্বাস্থ্যবিধি শিকেয় তুলে, উচ্ছ্বাসে মাতোয়ারা

Social

মলয় দে,নদীয়া: নদীয়ার শান্তিপুরের একদা বর্ধিষ্ণু অঞ্চল হরিপুরে রাম নবমীর দোল অনুষ্ঠিত হয় বহুদিন থেকেই ৷ গত বছর করোনার জন্য লক ডাউন থাকার কারনে অধিকাংশ পূজো উদ্যোক্তা ঘট পূজো করে নিয়ম রক্ষা করেছিলেন ৷ কিছুদিন ক্ষান্ত থেকে পুনরায় করোনা ভাইরাস থাবা বিস্তার করায় এবারে পূজো হলেও শোভাযাত্রায় আড়ম্বর কম ছিলো ৷ অন্যান্য বছর থাকতো বিভিন্ন ধরনের আলোর রোশনাই, নানান ধরনের বাজনা ৷ এবার আলোর রোশনাই কিংবা বাজনা কম থাকলেও ডিজে সাউন্ডের দাপট ছিলো সাংঘাতিক ৷

ভাইরাস জনিত কারনে অনেকের মধ্যে আতঙ্ক তৈরী হওয়ায় দর্শনার্থীর সংখ্যাও বেশ কিছুটা কম ছিলো অন্যান্য বারের তুলনায় ৷ তবে শোভাযাত্রায় অংশ নেওয়া বহু মানুষের মুখে মাস্ক দেখা যায়নি ৷ অনেকে আবার আমাদের ক্যামেরার সামনে পড়ে যাওয়ায় তড়িঘরি মুখে মাস্ক পড়েন ৷ তবে পুজো কভার করতে গিয়ে প্রত্যেকে উদ্যোগে আমাদের জানিয়েছিলেন মাস্ক স্যানিটাইজার ব্যবহার থাকবে পুজো প্যান্ডেলে, তাহলে শোভাযাত্রায় স্বাস্থ্যবিধি উধাও হলো কেন! তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাদের কাছ থেকে। প্রশাসনেররও কি দৃষ্টিগোচর হয়নি! জবাব পাইনি আমরা।

Leave a Reply