নদীয়ার উজিরপুকুরিয়া হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন

Social

মলয় দে নদীয়া :-গত ৯ই জানুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হল গাঙনাপুর থানার অন্তর্গত উজিরপুকুরিয়া হাই স্কুলের  ( মাধ্যমিক) সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান । চলবে আগামী তিনদিন ধরে।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভে মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় অচিন্ত্য কুমার বেরা (এ.ডি.আই রানাঘাট ) , মাননীয় জ্যোতিপ্রকাশ ঘোষ ( ডি.পি.এস.ই চেয়ারম্যান ) , মাননীয়া মিতা পোদ্দার ( পঞ্চায়েত সমিতির সভাপতি, রানাঘাট ২ ) , মাননীয় অনুপ ভদ্র ( জেলা মাধ্যমিক পরীক্ষা আহ্বায়ক, নদীয়া জেলা) , মাননীয় মৃণাল বিশ্বাস ( এস.আই. রানাঘাট ১ ) মাননীয়া প্রিয়াঙ্কা পাল ( প্রধান , মাঝের গ্রাম অঞ্চল ) । উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মোস্তনুল আরেফিন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ গন । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মাননীয় শ্রী সঞ্জয় মন্ডল।

এছাড়াও বিদ্যালয়ে আয়োজন করা হয় একটি চিত্র প্রদর্শনী ও একটি বিজ্ঞান প্রদশর্নী যার উদ্বোধন করেন মাননীয়া মিতা পোদ্দার মহাশয়া । বিজ্ঞান প্রদশর্নীতে সাজিয়ে তোলা হয় বিভিন্ন ব্যবহার্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি’র দ্বারা । বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মাননীয় সঞ্জয় মন্ডল বলেন যে পরীক্ষাগারে ব্যবহার করা হয় এমন যন্ত্রপাতি সম্পর্কে ছাত্র ছাত্রীদের সম্যক জ্ঞান অর্জন করার জন্য এই বিজ্ঞান প্রদশর্নী র ব্যবস্থা করা হয়েছে । যাতে এই বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ও এর সম্পর্কে অবগত হতে পারে ।

তিনদিনের এই অনুষ্ঠানে রক্ত দান শিবির সহ আরও অনেক ধরনের সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান সূচি ও রাখা হয়েছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তানুল আরেফিন, শিক্ষক হারান চন্দ্র ঘোষ ও তরুণ কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এটা জানান যে সমাজে রক্ত দানের গুরুত্ব বোঝানোর জন্য তারা বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে এই রক্ত দান বিষয় টি রেখেছেন । তারা এটাও জানান যে এই বিশেষ দিন টিকে আরো স্মরনীয় করে রাখার জন্য বিদ্যালয় থেকে একটি স্মরনীকা উন্মোচন করা হয় ।

তিনদিনের এই অনুষ্ঠান সূচি সম্পূর্ণ পরিতৃপ্ত থাকছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে গান,নাচ, কবিতা, নাটক সহ বহিরাগত শিল্পী দের দ্বারা নানা অনুষ্ঠান । অনুষ্ঠান শেষ হবে আগামী ১১ই জানুয়ারি শনিবার ।

Leave a Reply