রায়গঞ্জঃ রাজ্য জুড়ে করোনা আক্রান্ত্রের সংখ্যা বাড়ছে। বাদ নেই জেলার ইসলামপুরের গোয়ালপোখোর এলাকাও। সেখানে করোনায় মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। কিন্তু ক্রমশ করোনার আতঙ্ক মানুষকে তাড়া করে বেড়ালেও মানুষ যে আদৌ সচেতন নন। আর পাঁচটা দিনের মতই সোমবারও জমজমাট ছিল বাজার। প্রয়োজন ছাড়াও অনেক মানুষ দিব্যি গল্পগুজবে ব্যস্ত ছিলেন। বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক ছিলনা। তেমনি সামাজিক দূরত্বের বিষয়টিও পালনও করছেন না। এমনই এক এলাকা গোয়ালপোখর এক ব্লকের পাঞ্জিপাড়া।
রাস্তা দিয়ে হেটে চলা অজস্র মানুষের মধ্যে তেমনভাবে মাস্ক ব্যবহারকারীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমনকি বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বাইরে বেরিয়ে তারা অনেকেই প্রকৃত স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। কখনোই ব্যবহার করছেন না স্যানিটাইজার। যেন সবকিছু জেনেও কিছুই জানেন না এমন একটা ভাব। এ বিষয়ে উদ্বিগ্ন জনপ্রতিনিধিরা। তাঁরা তাঁদের মতন করে সচেতনতার প্রচার করেও কিছুই লাভ হয়নি । গ্রাম পঞ্চায়েতের সদস্য ফিরোজ খান জানালেন, তেমনভাবে কেউই মাস্ক পড়ছে্ন না এখানে। তাই যাতে প্রশাসনিকভাবে সেখানে মাস্ক বিতরণ হয় এবং এলাকার বাসিন্দাদের টেস্ট করানো হয় এমনই দাবি জানানো হবে প্রধান থেকে শুরু করে বিডিও এমনকি এলাকার মন্ত্রী গোলাম রাব্বানীকেও।