সোশ্যাল বার্তা : মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মঞ্জুশ্রীর কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে বিভিন্ন কোম্পানির আধিকারিকদের সাথে সরকারি আধিকারিকদের একটি মিটিং হয় কোম্পানির সুবিধা অসুবিধা নিয়ে,সেখানে উঠে আসে বিভিন্ন তথ্য। হলদিয়ার লালবাবার এক আধিকারিক অভিযোগ জানান সিওডি না হওয়ার কারণে শ্রমিকরা কাজ করতে চাইছেন না,এতে কোম্পানির উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছে।
এক কোম্পানির আধিকারিক জানান হলদিয়া শিল্পাঞ্চলে বিগত ১০ বছর ধরে নতুন শিল্প আসেনি পলিউশন কন্ট্রোল বোর্ডের ছাড়পত্র না পাওয়ার কারণে।আর এক কোম্পানির আধিকারিকের অভিযোগ এর ভিত্তিতে পলিউশন কন্ট্রোল বোর্ডের এক আধিকারিককে জেলাশাসকের ধমকের মুখে পড়তে হয়।
জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান এবার থেকে প্রত্যেক মাসে একটি করে মিটিং হবে এই নিয়ে।এই মিটিং এ উপস্থিত ছিলেন জেলাশাসক,পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথ.কে, অ্যাডিশনাল এসপি,হলদিয়া শিল্পাঞ্চল এর পুরপ্রধান,এসডিপিও , এইচ ডি এর চেয়ারম্যান যোতির্ময় কর প্রমুখ