মলয় দে, নদীয়া :- করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ নিলেন নদীয়ার সাংবাদিকরা। তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের মান্যতায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার দুপুরে কৃষ্ণনগর রবীন্দ্রভবন সাংস্কৃতিক মঞ্চে ও রানাঘাট এস ডি ও অফিসের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ নিলেন জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাথে যুক্ত সংবাদকর্মীরা। কো-ভ্যাকসিন প্রতিষেধক পেলে ২৯-৪৩ দিনের মধ্যে দ্বিতীয় খোঁজ নেওয়ার কথা ছিলো কিন্তু যেহেতু এসময় সকলকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে তাই অপেক্ষা করতে হবে ৪৩-৬০ দিন।
দীর্ঘদিন প্রতীক্ষায় থাকার পরে হলেও, অবশেষে ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা হিসাবে প্রতিষেধক দেওয়ার সরকারি ব্যাবস্থায় খুশি হয়েছেন বলে জানান তারা। যদিও করোনার একেবারে শুরুর দিক থেকে, প্রিন্ট, ইলেকট্রিক্যাল,এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, নিজের বা পরিবারের কথা না ভেবেই শুধুমাত্র সংবাদ সংগ্রহের দায়িত্ব পূরণে পৌঁছে গিয়েছিলেন করোনার আঁতুড়ঘর পর্যন্ত। এবার দুশ্চিন্তা মুক্ত হয়ে আরো অনুপ্রাণিত হয়ে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন বলে মনে করে জেলা স্বাস্থ্য দপ্তর।