নদীয়ায় বছরের শেষদিনেও অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এবং বস্ত্রদান

Social

মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবের পরিচালনায় এক মহতী রক্তদান শিবিরের আয়োজন শান্তিপুর থানার মাঠ সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে, বেশ কয়েকজন রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দিকে দেখা গেল পৌর প্রশাসক অজয় দে কে।

রক্তদান শিবির প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন অজয় দে। রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায় ক্লাব কর্তৃপক্ষ দের কাছ থেকে।

এ বিষয়ে পৌর প্রশাসক অজয় দে বলেন, রক্তের সংকট দীর্ঘদিনের। এ বছর দুই হাজার কুড়ি সাল এক অভিশপ্ত বছর কাটিয়ে উঠেছি আমরা সকলেই। এছাড়াও ক্লাব ও সামাজিক সংগঠনগুলি সারাবছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে পাশাপাশি শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবও প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। তবুও জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দেয় মাঝেমধ্যেই। এই রক্তর সংকট আর বেশিদিন থাকবে না। যদি সামাজিক সংগঠন ও ক্লাবগুলো এভাবেই এগিয়ে আসে। তাদের পাশে প্রশাসনও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বিকেল পাঁচটা নাগাদ শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড মোড়ে , দুই শতাধিক প্রান্তিক মানুষদের শীতবস্ত্র প্রদান করেন ক্লাবের সদস্যরা।

Leave a Reply