বাইকেই চলবে পুলিশের নজরদারি

Social

রায়গঞ্জঃ শহরের কোথাও কোন গন্ডহোল হলে বা যানজট হলে সবসময় পুলিশ ভ্যান নিয়ে সেখানে যাওয়া সম্ভব হয়না। তাই চটজলদি অপরাধ নিয়ন্ত্রণে আনতে অত্যাধুনিক মানের রয়েল এনফিল্ড চলা শুরু হলো ইসলামপুর পুলিশ জেলায়। ইসলামপুর পুলিশ জেলার সদর দপ্তর সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন থানায় ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তাদের হাতে বাইকের চাবি তুলে দেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার। পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, ডালখোলা ট্রাফিককে দুটো, ইসলামপুর ট্রাফিককে দুটো ও চোপড়া ট্রাফিককে একটা রয়েল এনফিল্ড তুলে দেওয়া হয়েছে। বাইকের মধ্যেই থাকবে সাইরেন। থাকবে লাউড স্পিকার সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। হাইওয়ে পেট্রোলিং এর পাশাপাশি টাউন পেট্রোলিং এবং অন্যান্য কাজের জন্য পাঁচটি রয়েল এনফিল্ড বাইক এলো ইসলামপুর পুলিশ জেলায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয় মানুষদের পরিষেবা পৌঁছে দিতে এই বাইকগুলো যথেষ্ট কাজে লাগবে। পাশাপাশি এদিন মহকুমার সমস্ত সাংবাদিকদের হাতে একটি করে সামার লুমিনেটস জ্যাকেট তুলে দেন পুলিশ সুপারসহ অন্যান্য আধিকারিকরা। এর আগে শীতের সময়ও পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের জন্য জ্যাকেট সরবরাহ করা হয়েছিল।

Leave a Reply