খর্বাকার বিশেষভাবে সক্ষম যুবককে চাকদহ রেললাইন থেকে উদ্ধার করলো চাকদহ জিআরপি

Social

মলয় দে নদীয়া:- আনুমানিক দু ফুটের একটু বেশি উচ্চতার এক বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির প্রাণ বাঁচালো চাকদহ জিআরপি । গতকাল গভীর রাতে চাকদহ আপ প্ল্যাটফর্মের আপ রেললাইনের উপর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে দু ফুটের এক বামন বীরকে। প্রথমে কর্তব্যরত জিআরপি অফিসার মনে করে ছোট বাচ্চা ছেলে রেললাইনে পড়ে আছে। দেখামাত্রই তাকে কোলে তুলে নিয়ে আলোতে নিয়ে আসে। তারপর দেখে, স্পষ্ট হন এটা কোন বাচ্চা ছেলে নয় ,বামন বীর। পরবর্তীতে পরিচয় জানতে পারেন তার নাম তাপস বিশ্বাস, পিতা তপন বিশ্বাস, বয়স আনুমানিক ৩৫ বছর তার বাড়ি শান্তিপুর । এর থেকে বেশি কিছু জানা সম্ভব হয়নি তার মানসিক কিছুটা সমস্যার জন্য।

পরে চাকদহ জিআরপির পক্ষ থেকে তার সেবা শুশ্রূষা করে তাকে শান্তিপুর লোকালে তুলে দেয় তারা‌। অন্যদিকে শান্তিপুর জিআরপির সাথে কথা বলে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন।
চাকদহ জিআরপির এই ভূমিকায় খুশি রেল যাত্রীরা।

Leave a Reply