নীল দর্পণ সভাকক্ষে অনুষ্ঠিত হলো বিদায় সংবর্ধনা

Social

সোশ্যাল বার্তা :  উত্তর ২৪ পরগণা জেলা পরিষদ ভবনের নীল দর্পণ সভাকক্ষে অনুষ্ঠিত হল উত্তর ২৪পরগণা জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা। জেলা শারীর শিক্ষা ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক ডক্টর অভিজিৎ রুদ্র কর্মজীবন থেকে অবসর গ্রহণে একটি অনুষ্ঠান করা হয়।সেখানে বিভিন্ন জেলা,সাব ডিভিশন, এবং আঞ্চলিক স্তরের বিদ্যালয় ক্রীড়া সংসদ প্রতিনিধিরা ও উপস্থিত ছিলেন।সংবর্ধনা হিসাবে দেওয়া হয় মানপত্র,পুস্পস্তবক এবং উওরীয়সহ বিবিধ উপহার সামগ্রী।

অনুষ্ঠানে অতিথি, শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ডক্টর রুদ্রের পরিবারবর্গ, বন্ধু ও শুভানুধ্যায়ী গনের উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মত।

তবে এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে জেলা আধিকারিক ডক্টর অভিজিৎ রুদ্র বলেন বিদ্যালয় স্তরে খেলাধূলার ক্ষেত্রে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে উন্নত ক্রীড়া পরিকাঠামো সকল অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্য পুষ্টিকর খাবার ও প্রতিযোগিতা চলাকালীন প্রয়োজন। তবেই বাংলা সহ অন্যান্য রাজ্যের খেলোয়াড়রা সর্বোচ্চ পারফরম্যান্স করবে। দেশের খেলাধুলার মানের উন্নতি ঘটবে।

প্রশাসনের শীর্ষ স্তরে তিনি ও অন্যান্য আাধিকারিকগন, জেলা সম্পাদক মন্ডলী এই দাবী করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি পূরণ করা হয়েছে।

সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা গুলির ক্ষেত্রে বিচারকদের স্বচ্ছ
ও নিরপেক্ষ সিদ্ধান্ত নেবার পরিবেশ তৈরি করেছেন।
রাজ্য স্কুল গেমস এর একটি সরকারি ওয়েবসাইট বা পোর্টাল তৈরি করেছেন , রাজ্যের সকল বিদ্যালয় গুলি সেটি সফলভাবে ব্যবহার করছে।

Leave a Reply