দেবু সিংহ,মালদা:-রেলওয়ে পার্কের নাম পরিবর্তন করল মালদহ রেলওয়ে ডিভিশন। যা নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে বিতর্ক।ইতিমধ্যে পুরোনো নাম রাখার দাবী জানিয়ে মালদহ রেলওয়ে ডিভিশন ম্যানেজারকে চিঠি দিয়েছেন রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শুধু তাই নয় রেলওয়ে পার্কটি বেসরকারিকরণ করা উদ্যোগ নিয়েছে রেল দপ্তর এমন অভিযোগ তুলে আন্দোলনের জন্য কোমর বাঁধছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। পুরো বিষয়টি এড়িয়ে গেছেন রেলওয়ে ডিভিশন ম্যানেজার।
জানা যায়, ১৯৮২সালে প্রয়াত কংগ্রেস নেতা তথা তৎকালীন রেল মন্ত্রী এবি গনি খান চৌধুরী মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় এই পার্কটি তৈরী করেছিলেন। যার নামকরণ করা হয়েছিল একদা বাংলা তথা গৌড়বঙ্গের রাজা হুসেন শাহের নামে।কিন্তু মালদহ রেলওয়ে ডিভিশনের কর্তারা সেই নাম পরিবর্তণ করে দিয়েছেন বলে দাবী করেন কৃষ্ণেন্দুবাবু। তিনি বলেন মালদহের রূপকার ছিলেন এবিগনি খান চৌধুরী। তাঁর স্মৃতিবিজরিত এই পার্ক। গনিখান চৌধুরীর আবেগের সাথে মালদহবাসীর আবেগ জড়িয়ে রয়েছে এই পার্কটির সাথে।তার নাম পরিবর্তন করা ঠিক হয় নি। তাই চিঠি দিয়ে আপত্তি জানিয়ে পুরোনো নাম বহাল রাখার দাবী জানিয়েছি। এইভাবে মালদহবাসীর মন থেকে এবি গনি খান চৌধুরীকে মুছে ফেলা সম্ভব নয়। ইংরেজবাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র নাথ তেওয়ারী একধাপ এগিয়ে দাবী করেন পার্কটি এক এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে। কার্যত বেসরকারিকরণের ষড়যন্ত্র করছে মালদহ রেলওয়ে ডিভিশন। তাই এ বি গনি খান চৌধুরীর স্মৃতিজড়িত এই পার্ককে রক্ষা করতে পথে নেমে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। মালদহবাসীর ভাবাবেগ নিয়ে রেলদপ্তরে এমন ষড়যন্ত্রের প্রতিবাদ জানাবে শহর তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে মালদহ রেলওয়ে ডিভিশনের ম্যানেজার কোন মন্তব্য করতে চান নি।