পূর্ব মেদিনীপুর:– ২১শে জুন অর্থাৎ মঙ্গলবার অষ্টম বিশ্ব যোগ দিবস, পৃথিবীর ১৮৪ টি দেশের পাশাপাশি সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই বিশ্ব যোগ দিবস। এই দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কাঠচড়া ময়দানে স্বামীজী যোগ দিশারী উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালন করা হয়।
প্রথমে কোলাঘাট কাঠচড়া ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রথমে নেতাজি মূর্তিতে মাল্যদান ও যোগা প্রদর্শনী শুরু হয়। এরপর শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান ও যোগা প্রদর্শনী চলে, এরপর স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে যোগা প্রদর্শনী মাল্যদান ও বিদ্যাসাগরের মাল্যদান ও যোগী প্রদর্শনী করে জাতীয় সংগীত করে সমস্ত কর্মসূচি শেষ করা হয়।
এই দিন ওঁম অষ্টাঙ্গ যোগফিজিক এসোসিয়েশন অফ বেঙ্গল সাধারন সম্পাদক বিশ্বনাথ দাস জানিয়েছেন শরীরকে সুস্থ রাখা ও নিরোগ রাখতে গেলে প্রত্যেক মানুষেরই যোগাসন করা দরকার, আমরা প্রতিনিয়ত এলাকার খুদে শিশুদের নিয়ে এই প্রশিক্ষণ করে থাকি, পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এলাকার অভিভাবকরা।