ছবি আঁকার সহজপাঠ’ আয়োজনে মুক্তধারা

Social

নিউজ সোশ্যাল বার্তা : মুক্তধারা উদ্যোগে কৃষ্ণনগরে আয়োজিত হল ৩৭ তম আলোচনাসত্র । গতকাল ৪ঠা জানুয়ারি ২০২০ কৃষ্ণনগর পৌরসভার দিজেন্দ্রমঞ্চে ওই কর্মসূচী অনুষ্ঠিত হল।

তবে এবারই প্রথম নয় মুক্তধারা এযাবৎকাল ৩৬টি আলোচনাসত্র সম্পন্ন করেছে । তবে আজকেরটি ছিল একটু অন্যরকমের, সঞ্চালক শুভময় সরকার জানালেন “ছবি দেখার সহজপাঠ, অর্থাৎ চিত্রকলা বা আঁকা ছবি কেন দেখবো? কিভাবে দেখবো? দেখার প্রয়োজনীয়তা কি ? কি বা তার ইতিহাস ! সবই আজ আলোচনা করলেন কৃষ্ণজিৎ সেনগুপ্ত।যিনি নিজে চিত্রশিল্পী, প্রচ্ছদশিল্পী এবং গ্রামোফোন রেকর্ড সংগ্রাহক”।

আলোচনায় ছবি দেখিয়ে ও ছবি এঁকে তুলনামূলক উপস্থাপনা করলেন কৃষ্ণজিৎ বাবু। শ্রোতাদের ভীড় ভরিয়ে দিয়েছিল কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রমঞ্চ।

বর্তমানে সবার হাতে যখন মুষ্টিবদ্ধ স্মার্টফোন তখন মুক্তধারার এরকম একটা আলোচনাসত্র কৃষ্ণনগরের মানুষের কাছে একটু অালাদা রসদ।

Leave a Reply