জন্মদাতারা নিখোঁজ, শান্তিপুর থানা এবং চাইল্ড লাইনের সহযোগিতায় তিন কিশোরকে মূলস্রোতে ফেরালো “নস্টালজিক ৯৯”

Social

মলয় দে, নদীয়া :- জীবন, পরান, চয়ন, অয়নের বাবা চন্দন দাস তিন বছর ধরে জেলবন্দি, মা জ্যোস্না দাস চার ছেলে সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ অয়নকে নিয়ে নিখোঁজ প্রায় এক বছর। বাড়িতে শিশু তিনজনকে দেখার মত সামর্থ্য হয়ে উঠছেনা পরিবারের এমনটাই জানান শান্তিপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বাচ্চাদের কাকা জয়ন্ত দাস। জয়ন্ত বাবুর বাড়িতে বর্তমানে কোন মহিলা না থাকায় ওই বাচ্চাদের তত্ত্বাবধান করার কেউ নেই!লকডাউনের মধ্যে দুর্গা পূজার মধ্যে শান্তিপুরের সুপরিচিত সামাজিক সংগঠন “নস্টালজিক ৯৯” পরিবারের সদস্যরা ওই পরিবারে বেশ কয়েকবার পুজোর নতুন জামা কাপড় দিয়েছিলেন। সেই সুবাদেই পরিবারের সাথে কথা বলে তারা আজ সিদ্ধান্ত নেয় শিশু সন্তান তিনটির আগামী ভবিষ্যৎ ও তাদের পড়াশোনার কথা ভেবে নদিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার।নস্টালজিক ৯৯ এর সদস্যরা এবং ওই পরিবারের দুজন সদস্য এবং প্রতিবেশিরা শুভকামনা জানাতে ছুটে আসেন শান্তিপুর থানায়।

Leave a Reply