জল নিকাশী ব্যবস্থা খারাপ ! খালের জলে ভাসছে মৃত কচ্ছপ

Social

পূর্ব মেদিনীপুর, কাঁথি:কাঁথি ৩ নং ব্লকের ১ নং দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের হাতিয়াড়ি,অলুয়া, বলাগেড়িয়া ও শ্রীচন্দনপুর গ্রাম এলাকায় চাষের জমি ও জল নিকাশি খালে বহু কচ্ছপ মরে ভাসছে ।

ক্ষোভে ফেটে পড়ছেন এলাকা বাসীরা, এলাকা বাসীদের অভিযোগ পাশে রয়েছে একটি রাইস মিল সেই রাইস মিলের নোংরা জল ও আবর্জনা জল নিকাশির খালে ফেলছে ফলে চাষ যোগ্য জমিতে চাষ নষ্ট হচ্ছে মাঠে নামতে পারছেন না চাষিরা এবং প্রায় ২০০ টি মতো খালের কচ্ছপ মারা গেছে ।মিলের নোংরা জলের পরিশোধনের কোনো ব্যবস্থা নেই ।

কিন্তু রাইস মিলের ম্যানেজার  দীপক পন্ডা অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের মিলের জল যায়নি, মিলের জল নাকি অন্য কোনো জায়গার জল এসে পড়েছে সেটা দেখতে হবে ।

কাঁথি ৩ নং ব্লকের ১নং দেবেন্দ্র অঞ্চলের পঞ্চায়েত সদস্য রঞ্জিত জানা বলেন, রাইস মিলের জল যাওয়ার কারণেই এই অঘটন ঘটেছে, রাইস মিলের জল শোধন করে বের করতে হয়,শোধন না করার ফলে এই অঘটন।

Leave a Reply