দেবু সিংহ ,মালদা: সোশ্যাল বার্তার খবরের জেরে এবার দীপঙ্করের পাশে দাঁড়াল ব্লক প্রশাসন। তার বাড়িতে শৌচাগার নির্মাণ-সহ থাকার ঘরের নির্মাণ করার ব্যাপারে আশ্বাস দেন কালিয়াচক-৩ ব্লকের বিডিও গৌতম দত্ত। তাদের থাকার বাড়িটিও নির্মাণ করা হবে। দীপঙ্করের অসুস্থ বাবার বেকার ভাতা মাসে ১ হাজার করে দেওয়া হবে। দীপঙ্কের পড়াশোনার খরচ দেওয়ার পাশাপাশি নিয়মিত রেশন দেওয়ার ব্যাপারে নজর দেওয়া হবে। গতকাল দীপঙ্কর-সহ তার পরিবারকে ডাকা হয় ব্লক অফিসে। সেখানে তাদের সঙ্গে কথা বলেন বিডিও গৌতম দত্ত। ছিলেন নতুন আলো স্বেস্ছাসেবী সংগঠনের সদস্যারাও।
উল্লেখ্য, বছর তেরোর দীপঙ্কর সাহা জৈনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পড়াশোনাতেও সে মেধাবী। বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের শুকপাড়া এলাকায় বাড়ি দীপঙ্করের বাবা সঞ্জয় সাহা কয়েক মাস ধরে অসুস্থ। এই অবস্থায় সংসারের হাল ধরতে ময়দানে নামে দীপঙ্কর। বাবার সাইকেলে আইসক্রিমের বাক্স বেঁধে বেরিয়ে পড়ে আইসক্রিম বিক্রি করতে। এগ্রাম-ওগ্রাম আইসক্রিম বিক্রি করে যা উপার্জন হয় তাতে চলছে সংসার। খবর জানাজানি হওয়ার পর ত্রাণ নিয়ে হাজির হয় নতুন আলো। তারপর বিডিও-র সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেন তাঁরা।