মলয় দে, নদীয়া : একসাথে এত টিকটিকি দেখে অবাক হচ্ছেন তাই তো ? এমন অভিব্যাক্তি যেন কেউ শিকার ধরবে আবার কেউ বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করছে কিছু । না , এগুলো জীবন্ত নয় , পুরোটাই কাঠের তৈরি ।
নদীয়া জেলার শান্তিপুর শহর অন্তর্গত বাবলা গোবিন্দ পুর পঞ্চায়েতের প্রমোদ নগর অঞ্চলের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের সুনিপুণ কাষ্ঠ শিল্প কর্মের ফসল এই টিকটিকিগুলি । শুধু তাই নয় সুনিপুণ কাষ্ঠ শিল্পের মাধ্যমে বানিয়েছেন গরিলা , গোপাল ভাঁড় , দেবদেবীর মূর্তি , বৃদ্ধ বয়সে মানুষের জীবনযাপন , নেশাগ্রস্ত মানুষের অভিব্যাক্তি , নেতাজি , স্বামীজি , রবীন্দ্রনাথ প্রভৃতি । কথোপকথন সূত্রে জানা গেলো কাঠের কাজের পাশাপাশি ছবি আঁকা , দোতারা বাজানো এবং মৃৎ শিল্পের প্রতিও যথেষ্ট দক্ষতা রয়েছে তার। মূলত শিল্প কর্মের প্রতি ছোট থেকেই তার এমনি নেশা , তবে কেউ অনুরোধ করলে তাকেও এমন সুন্দর জিনিস পত্র বানিয়ে দিতে কখনোই পিছপা হন না — এমনটাই জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে । তবে তার তৈরি টিকটিকি, নেট দুনিয়ায় এখন ভাইরাল!