নদীয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত আলোচনাসত্রে বিষয়: দুঃসময়ে চিত্রকলা, শিল্পীর ভূমিকা

Social

প্রীতম ভট্টাচার্য, নদীয়া : সুদুর বহরমপুর থেকে এসেছিলেন মুক্তধারার আলোচনাসত্রে। মানুষের কাছে দুঃসময়ে শিল্পীদের আঁকা ছবি কিভাবে সমাজ উদ্বুদ্ধ করেছে, দুর্ভিক্ষ থেকে রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরলেন তাঁর কথার মাধ্যমে।

পিকাসো থেকে চিত্তপ্রসাদ একটা সময় সারাবিশ্বের শিল্পীদের প্রতিবাদের ভাষা ছিলো রঙ তুলি আর সব কঠিন সময়ে শিল্পীরা যে কতটা সমাজ কে তাদের ছবি দিয়ে মানুষের কাছে তাদের শিল্প সৃষ্টির মধ্যে সচেতন ও সজাগ করেছে তা বলার ভাষা রাখেনা। শিল্পী ও শিল্পসমালোচক কথায় উঠে এলো সকল কথা। খুব সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরলেন ছবি ও শিল্পীদের কথা।

মুক্তধারা আয়োজিত ৪০ তম আলোচনাসত্র বিষয় ছিলো দুঃসময়ের চিত্রকলা ও শিল্পীর ভূমিকা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১১জুন বিকাল ৫টায় পৌরসভার দ্বিজেন্দ্রমঞ্চে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা তপন ভট্টাচার্য্য, সম্পদনারায়ন ধর, শুভময় সরকার, রামকৃষ্ণ দে, সুবীরসিংহরায় আরও বিশিষ্ট মানুষেরা।সূচনায় ছিলো ঐশ্বর্য মজুমদারের কন্ঠে রবীন্দ্রসংগীত ‘ভয় হতে তব অভয় মাঝে’। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আহ্বায়ক সম্পদনারায়ণ ধর ও তপন ভট্টচার্য্য মহাশয়।

Leave a Reply