সোশ্যাল বার্তা: প্রচন্ড দাবদাহে ওষ্টাগত দৈনন্দিন জীবন প্রাণীজগৎ থেকে প্রকৃতি বিপন্ন। উষ্ণায়নের কবলে গোটা বিশ্ব। প্রকৃতি ক্রমশ রুপ বদলাচ্ছে। প্লাষ্টিক, রাসায়নিক, ভূগর্ভস্থ জল সমগ্র বিশ্বের চিন্তার বিষয়।আর এই উষ্ণায়ন কে রুখতে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান এর সদস্যবৃন্দ।
সংস্থাটি এদিন গাছের চারা বিতরণ করে ও ছোটোদের নিয়ে কর্মশালার আয়োজন করে ঐকতানের অবৈতনিক পাঠশালায়।সকালে ছোটোদের নিয়ে বৃক্ষরোপন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস এবং শান্তনু বিশ্বাস ও ভাস্বতী সিংহ রায়ের একমাত্র কণ্যা শ্রেয়ানভির জন্মদিন উপলক্ষ্যে কৃষ্ণনগর ঐকতানের অবৈতনিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কর্মশালা ও গাছ বিতরন কর্মসূচী পালন করা হলো। পরিবেশ বাঁচাতে বোতলের ওপর ছাত্র-ছাত্রীরা রঙ দিয়ে নান্দনিক শিল্পকলা ফুটিয়ে তোলে।প্রায় ৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে এই কর্মশালায়। এছাড়া ছোটোদের গাছ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি অরিন্দম দেব জানান ,ছোট ছোট ছেলেমেয়েদের পরিবেশ বিষয়ে ধারণা দিতেই এই কর্মসূচি। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে কৃষ্ণনগর ঐকতান।
কৃষ্ণনগর ঐকতান এর অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠানের অঙ্কন শিক্ষক প্রীতম ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে অঙ্কনের জুড়ি মেলা ভার। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে যে কিছু তৈরি করা যায় তা করতে পেরে ওরা ভীষণ খুশি।