মলয় দে নদীয়া :-আজ বৃহস্পতিবার সকালে চাপড়া শিকড়া ও পদ্মমালার মাঝে রাস্তার পাশে এক সরষেক্ষেতে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। চাপড়া থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহটি। মৃতের দাদা ফিরোজ শেখ, ভাই লালচাঁদ শেখ (৩০বছর) চিনতে পারেন। তিনি জানান লালচাঁদ যে লোকের সাথে বুধবার বিকালে বের হয়, তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে ঘটনাটির পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।
চাপড়া থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান। প্রশাসনিক সূত্রে জানা গেছে লালচাঁদ মাদক সেবন করত এবং মাদকের ব্যবসা করত চাপড়া থানার পুলিশ একাধিকবার তাকে গ্রেফতার করেছিল কিন্তু কিভাবে সে খুন হলো সে বিষয়ে নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না।