অপরূপ রূপ ! পরিত্যক্ত জিনিস দিয়ে বানিয়ে ফেললেন নদীয়ার যুবক

Social

মলয় দে, নদীয়া : সামনেই আসছে রথ। আর রক্ষা নেই পাঁপড়ভাজা চাইই । পরিত্যক্ত জিনিস দিয়ে রথ বানিয়ে চমক দিলেন নদীয়ার যুবক।

পুরির থেকে জগন্নাথ কিনেছিলেন , আর রথযাত্রায় সেই মূলত সেই জগন্নাথ পুজোর উদ্দেশ্যেই তাঁতের জোয়া , কাঠ , ছোট বাটি , কাপড় , প্লাই কাঠ , লোহার শিক , ভেলভেট কাপড় , পুঁতি , চুমকি , থার্মো কল , পেরেক প্রভৃতি বস্তুর সরঞ্জামে কাঠের রথ নির্মাণ করলেন নদীয়ার শান্তিপুর কুটির পাড়ার বাসিন্দা অরূপ বঙ্গ ।

ছোট থেকেই শিল্প কর্মের প্রতি রয়েছে তার গভীর টান । আগামী শুভ রথ যাত্রা র দিনে পুরি থেকে আনা জগন্নাথ , বলরাম এবং সুভদ্রা পূজিত হবেন এই রথে । বাড়িতে তার ছোট্ট সন্তানও মেতে উঠবে রথ পুজো এবং রথের টান নিয়ে ।

Leave a Reply