উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম জেলায় প্রথম নদীয়ার তেহট্ট উচ্চ বিদ্যালয়ের কোশল ঘোষ 

Social

মলয় দে নদীয়া:-উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম জেলায় প্রথম নদীয়ার তেহট্ট উচ্চ বিদ্যালয়ের কোশল ঘোষ।  জেলায় প্রথম। তার প্রাপ্ত নম্বর ৪৮৮ এবং সর্বমোট ৯৭.৬ শতাংশ। এর আগে মাধ্যমিক পরীক্ষাতেও বেশিরভাগ বিষয়তেই সে পেয়েছিল ৯০ এর উপরে নম্বর।

ছোটবেলা থেকেই টিভিতে খেলাধুলো কিংবা সিনেমা খুব একটা বেশি দেখা হয়নি কোশলের। তবে খেলাধুলা করতে তার ভালো লাগতো। দ্বাদশ শ্রেণীতে পাঁচটি টিউশন পড়ার পাশাপাশি নিয়মিত বিদ্যালয় উপস্থিত থাকতো সে। তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং টিউশনের শিক্ষকদের অবদান অনস্বীকার্য বলে জানায় সে। বিশেষ করে সে ধন্যবাদ জানিয়েছে তার মামাকে। যিনি নিয়মিত তাকে বাড়িতে পড়াশোনা করতে সাহায্য করত।

তার প্রিয় বিষয় বলতে জীবন বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের প্রতি কিঞ্চিৎ ভীতি থাকলেও পরীক্ষার আগে মামার দেওয়া সাজেশন পেয়ে অনেক উপকার হয়েছে। ফলাফল ঘোষণা হতেই খুশির জোয়ার তার বাড়িতে পাড়ায় এবং বিদ্যালয়ে। প্রত্যেকেই এসে অভ্যর্থনা দিয়ে যাচ্ছে তাকে। ভবিষ্যতে ইচ্ছে রয়েছে তার মেডিকেল নিয়ে পড়াশোনা করে একজন সফল ডাক্তার হওয়ার।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে জানায়, সেল্ফ স্টাডির ওপর গুরুত্ব দিতে হবে এবং শিক্ষকেরা যা পড়াচ্ছেন প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার জরুরী। কোনও কিছু বাদ যাওয়া যাবে না। তার কারণ উচ্চ মাধ্যমিকের সিলেবাসটি খুবই বড়। এছাড়াও সে জানায় আমার শিক্ষক বলতেন স্টাডি আর রিভিশনের রেশিও হবে ১:৩ আর আমি সেই রেশিওতেই পড়াশোনা করতাম।

এর আগে জেলার শহরতলীর বেশ কিছু নাম করা বিদ্যালয় থেকেই এক থেকে দশের মধ্যে ছাত্র-ছাত্রীদের নাম উঠে আসত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে। প্রথা ভেঙে এবছর তেহট্ট উচ্চ বিদ্যালয় থেকে কোশল ঘোষের নাম উঠে আসাতে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রত্যেকেই।

Leave a Reply