নদীয়ার শান্তিপুরে বিশেষভাবে সক্ষম দের সহায়ক সরঞ্জাম দেওয়ার উদ্দেশ্যে নাম নথিভুক্ত করণ

Social

মলয় দে নদীয়া:- দীর্ঘ দিন যাবত করোনা পরিস্থিতির কারণে এবং লকডাউন থাকার ফলে, বন্ধ ছিল বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার নানান অনুষ্ঠান। বিশেষভাবে সক্ষম ট্রাইসাইকেল, হুইলচেয়ার, স্ক্র্যাচ, ব্লাইন্ড স্টিক, হেয়ারিং এইড এ ধরনের সহায়ক সরঞ্জামে বেশ কিছু ঘাটতি পড়ে গিয়েছিল বিশেষভাবে সক্ষমদের । পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই, ইউনিভার্সাল লিবারেল এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে আজ 25 শে বৈশাখ শুভ দিন অনুযায়ী শান্তিপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের তিলিপাড়ায় এ ধরনের নাম নথিভুক্তকরণ শিবিরে বিশেষভাবে সক্ষম এদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মহৎ কাজে তাদের সহযোগিতা করতে পেরে তিনি নিজেকে গর্ব বোধ করছেন। সংস্থার সম্পাদক, দেবাশিস মন্ডল বলেন এর আগে আদিবাসীদের নিয়ে কাজ করা হয়েছে, বিশেষভাবে সক্ষম দের জন্য এই প্রথম। প্রায় 250 জন বিশেষভাবে সক্ষম মানুষ আজ নাম নথিভুক্ত করিয়েছেন, সরকারি ডাক্তারবাবুদের টিম এসেছে তাদের বিশেষ পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত তালিকা তৈরি হবে। এরপর সহায়ক সরঞ্জামগুলি তৈরি করার জন্য দু-তিন মাস প্রতীক্ষার পর আরও একটা শিবির করে বিনামূল্যে বিতরণ করা হবে। সারাদিন ব্যাপী চলে এই কর্মসূচি।

Leave a Reply