আবারও দীঘায় বেড়াতে এসে পর্যটকের আত্মহত্যার ঘটনা

Social

দীঘা: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সৈকত শহর দীগা। এবার দীঘায় বেড়াতে এসে পর্যটকেরা আত্মহত্যার ঘটনাটি ঘটেছে গতকাল রাত দশটা নাগাদ নিউ দিঘার আহ্লাদী গেস্ট হাউসে। মৃত যুবকের নাম জয় কর্মকার বয়স ২২ বাড়ি উত্তর 24 পরগনা অশোকনগর।

জানা যায় গতকাল দাদা আশিষ কর্মকার বৌদি ভাই জি সহ তার আরো অন্যান্য লোকেদের সঙ্গে দীঘায় বেড়াতে আসে ওঠে নিউ দিঘার আহ্লাদী নামক একটি গেস্ট হাউস সেখানে সকাল থেকে তাকে মন মরা অবস্থায় দেখা যায় দাদা আশিষ কর্মকার যখন সন্ধ্যা নাগাদ ভাইকে বের হওয়ার জন্য বলেন তখন সে বেড়াতে যাবে না বলে জানিয়ে দেয় তখন অন্যান্যরা বেরিয়ে গেলে জয় নিজের ঘরে তালা বন্ধ করে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানায় পরিবারের লোকেরা।

পরিবারের লোকেরা জানান রাত্রি দশটা নাগাদ ঘরে ঢুকে দেখে ভেতর থেকে তালা বন্ধ ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে দেখে তালা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে যদিও এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে দীঘা থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি । মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply