মলয় দে নদিয়া:- এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।গতকাল ১৭ই মে মঙ্গলবার সন্ধ্যায় করিমপুরে ২নম্বর ব্লকের অন্তর্গত রহমতপুর কলোনি এবং সুকান্ত কলোনিতে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিধায়ক তহবিলে ৬ লক্ষ টাকা ব্যয়ে দুটি হাই মাস্ট লাইটের শুভ উদ্বোধন হয়।এলাকাবাসী বিধায়কের এই উদ্যোগকে খুবই সাধুবাদ জানায়।
এলাকাবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, তেহটটো মহাকুমা শাসক, করিমপুর দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক , করিমপুর থানার আইসি সহ বিশিষ্টজনেরা।