দেবু সিংহ,মালদা: জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জেলা প্রতিটি থানার পুলিশকর্মী অফিসার সিভিক ভলেন্টিয়ার,পথবন্ধু ,অ্যাম্বুলেন্স, এটেনডেন্ট , দেরকে নিয়ে পুলিশ লাইনের কনফারেন্স রুমে একটি কর্মশালা আয়োজন করা হয়েছে যা প্রতি সপ্তাহে একদিন করে এই কর্মশালা হবে। শুক্রবার ছিল প্রথম দিন এই পুলিশ লাইনের কনফারেন্স রুমে। এর উদ্দেশ্য কোন রকম দুর্ঘটনা হলে প্রাথমিক অবস্থায় আক্রান্তদের হসপিটালের পাঠানোর আগে কি প্রাথমিক ভাবে কি কি পদ্ধতিতে চিকিৎসা করা যেতে পারে ।সেই বিষয়ের উপর শুক্রবার দুপুরে একটি কর্মশালার আয়োজন করা হয় মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ও সেন্ঠজন অ্যাম্বুলেন্স মালদা শাখা সহযোগিতায়।
এদিনের এই কর্মশালায় সেনজন অ্যাম্বুলেন্স এর অন্যতম সদস্য অনিল সাহা পুলিশকর্মী পথ বন্ধু ও সিভিক ভলেন্টিয়ার দের হাতে কলমে এই প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ মালদা ট্রাফিক ওসি বিপুল পাল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।