মলয় দে নদীয়া:- অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে শুক্রবার সারা বাংলা দাবি দিবস পালিত হলো । নদীয়ার কৃষ্ণনগরে মিউনিসিপালিটি মোড় থেকে পোস্ট অফিস ঘুরে ডিএম অফিসের কাছে গিয়ে তাদের সংগঠনের মিছিল শেষ হয়।
সংগঠনের নদীয়া জেলা কমিটির সম্পাদক ইব্রাহিম বিশ্বাস জানান, “সেবি” শুধুমাত্র সারদার টাকা ফেরতের বিজ্ঞপ্তি জারি করেছে। আমাদের সংগঠনের দাবি শুধু সারদার নয় সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের রায় কে কার্যকারী করে সমস্ত চিটফান্ড কোম্পানিতে বিনিয়োগ করা আমানতকারীদের অবিলম্বে ফেরত দিতে হবে তাদের জমাকৃত অর্থ। পুলিশি হয়রানি বন্ধ করতে হবে এজেন্টদের বিরুদ্ধে, কারণ তারা কেউই সেই টাকা আত্মসাৎ করেনি জমা দিয়েছিল কোম্পানির ঘরে। বিভিন্ন চিটফান্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র এবং রাজ্য সরকারের অধীনস্থ বিভাগ। তার সঠিক মূল্যায়ন করে আমানতকারীদের সম ভাগে বন্টন করতে হবে জমাকৃত অর্থ। মাননীয় জেলা শাসকের কাছে এই ধরণেরই ছ দফা দাবি নিয়ে লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে সুরাহা না হলে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সংগঠনের সম্পাদক ইব্রাহিম বিশ্বাস।