ছোলার ডালের উপরে বিদ্যাসাগরের ছবি এঁকে প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য 

Social

মলয় দে, নদীয়া :-আজ ২৯ শে জুলাই বিদ্যাসাগর এর প্রয়াণ দিবস । নদীয়া জেলার রানাঘাটের রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ ভোর রাত থেকে বিদ্যাসাগর এর ছবি আঁকলেন একটি ছোলার ডালের ওপর । বিদ্যাসাগর এর প্রতি শ্রদ্ধা ও শিক্ষাক্ষেত্রে তাঁর আবদান এর ফলে আজ মানুষ শিক্ষা পাচ্ছেন আর তাই তার প্রতি সন্মান জানাতে ভোররাত থেকে শুরু করে সকাল ১১টা অবধি ছবি আঁকলেন মানিক বাবু ।

করোনা ভাইরাস ও লক ডাউনে কোনো জাকজমক অনুষ্টান না হলেও বিদ্যাসাগর এর প্রয়াণ দিবসে রানাঘাটের মানিক দেবনাথ তার এই সৃষ্টি এই ছবি অন্য মাত্রা হিসাবে ধরা পড়ল । নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে শিল্পীকে হাজারো কুর্নিশ ।

Leave a Reply