মলয় দে, নদীয়া:-অসাবধানতাবশত কলপাড়ে স্নান করতে গিয়ে শৌচালয়ের কুয়োর সিমেন্টের ঢাকনা ভেঙে কুয়োতে পড়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য। এলাকাবাসীর ফোনে ঘটনাস্থলে দমকল কর্মীদের অতি দ্রুত উপস্থিতি এবং প্রচেষ্টায় উদ্ধার ওই মহিলা। ঘটনাটি নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বেলা ১.৩০ নাগাদ তিলি পাড়ার বাসিন্দা সৌমেন্দ্র প্রামাণিকের বাড়িতে এক ভাড়াটিয়া মহিলা কলপাড়ে স্নান করছিলেন, শৌচালয়ের কুয়োর স্ল্যাবের উপর দাঁড়িয়ে। হঠাৎই অসাবধানতাবশত ওই মহিলার শারীরিক ওজন বেশি থাকায় স্ল্যাপটি ভেঙে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যায়। চেঁচামেচি করতেই ছুটে আসে পরিবারের লোকজন সহ এলাকার মানুষ এবং ওই মহিলাকে কুয়ো থেকে তুলতে চেষ্টা করে। মহিলার শারীরিক ওজন বেশি থাকায় তুলতে সক্ষম হয়নি এলাকার লোকজন, এরপর খবর দেওয়া হয় শান্তিপুর দমকল অফিস ও শান্তিপুর থানায় তৎক্ষণাৎ দমকল কর্মীরা এসে ওই মহিলাকে দড়ি দিয়ে কুয়ো থেকে উদ্ধার করে। বেশ খানিকটা সময় ওই কুয়োর মধ্যে থাকায় দুর্গন্ধে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে ওই মহিলা এরপর শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন ও শান্তিপুর থানার পুলিশ ওই মহিলাকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনার বিবরণে দমকল কর্মীরা জানান তারা যদি সময়মতো না পৌঁছাতেন তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কারণ শৌচাগারের কুয়োর গভীরতা ছিলো প্রায় ১২ ফুট সে কারণে ওই মহিলার শারীরিক ওজন বেশি থাকায় প্রাণহানির সম্ভাবনা ছিলো। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় ওই মহিলাকে উদ্ধার করা হয়।