দেবু সিংহ,মালদা-কীটনাশক পান করে ৯ মাসের এক অন্ত:সত্ত্বা মহিলার মৃত্যু বলে খবর পাওয়া যায়। ছোট ছেলের সঙ্গে বিবাদের জেরে আত্মহত্যার ঘটনা বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃতার নাম লছমি মণ্ডল(২০)। মালদার মোথাবাড়ি থানার ঢেলপাড়ায় বাড়ি তাঁর। স্বামী শ্যামল মণ্ডল অটো চালক। লছমি তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী।
প্রথম পক্ষের স্ত্রীর পথ দুর্ঘটনায় বছর তিনেক আগে মৃত্যু হয়। প্রথম পক্ষের ২ ছেলেমেয়ে রয়েছে। বছর দুয়েক আগে লছমিকে বিয়ে করেন শ্যামল। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ছোট ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে গন্ডগোল বাধে। তারপরই কীটনাশক পান করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ