সোশ্যাল বার্তা, নন্দীগ্রাম : প্রায় এক বছর হতে চললো স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একটানা বন্ধ রয়েছে। রাজ্য তথা দেশজুড়ে স্বাভাবিক জীবন-যাপন নতুনভাবে শুরু হলেও স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ রয়েছে। স্বাভাবিক জনজীবন জোর কদমে চলছে, কিন্তু স্কুল-কলেজ কেন খোলা হচ্ছে না তা নিয়ে হয়েছিল বিতর্ক। কিন্তু শেষ পর্যন্ত স্কুল খোলার ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে স্কুল খোলা হবে। তবে প্রাথমিকভাবে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য ক্লাস শুরু করা হবে।
শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২নং ব্লকে সরকারী নিয়ম মেনে আশদতলা বিনোদ বিদ্যাপীঠ স্কুল খোলার জন্য অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে প্রধান ও সহপ্রধান শিক্ষক সতর্কীকরণের জন্য এক জরুরী সভা করেন। শুধুমাত্র নবম,দশম একাদশ, দ্বাদশ শ্রেণীর পঠনপাঠনের জন্য সবরকম ব্যবস্থা করেছেন স্কুলকতৃপক্ষ।
বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে বিদ্যালয় খোলার প্রাকমুহূর্তে সরকারী নিয়মনীতিগুলি সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে।