মলয় দে,নদীয়া: চাকদা বনগাঁ রাজ্য সড়কে, হারিপুকুর একটি টোটোর সঙ্গে চারচাকা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় টোটো চালক ,এলাকার সাধারণ মানুষ টোটো চালক কে নিয়ে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আসলে, কর্মরত ডাক্তার বাবু ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশ জানিয়েছে ওই টোটো চালকের নাম অশোক ঘোষ বয়স ৬২বছর, তার বাড়ি সিলিনদার পদ্মবিলা। অশোক ঘোষের দেহ কল্যাণী ময়নাতদন্তে পাঠানো হয়।