পথ ভুলে ত্রিপুরা থেকে মালদা ! সোশ্যাল মিডিয়া ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতায় বৃদ্ধ ফিরছেন বাড়ি

Social

দেবু সিংহ,মালদা- বৃদ্ধ যাচ্ছিলেন মেয়ে জামাইয়ের বাড়ি ত্রিপুরার উদয়পুর থেকে আগরতলায় ,যেতে গিয়ে হারিয়ে গেলেন তিনি। প্রায় একমাস ধরে মালদার বিভিন্ন এলাকায় ছিলেন। অসুস্থ শরীর, প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল বৃদ্ধকে মালদার ইংরেজবাজারের মহেশমাটি এলাকায়।

কীভাবে অন্যরাজ্যে, মালদায় বৃদ্ধ পথ ভুলে এলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। জানা যায় গত ৬ জুলাই ইংরেজবাজার পুরসভার মহেশমাটি এলাকায় ওই বৃদ্ধকে অসুস্থ শরীরে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু। বৃদ্ধ কিছু বলার মত ক্ষমতায় ছিলেন না। শুভময় বসু কি করবেন বুঝে না পেয়ে চাইল্ড লাইনে ফোন করেন, এই ভেবে যে তাঁদের যোগাযোগে কিছু করা যেতে পারে। চাইল্ড লাইনের কর্মীরা এবং স্থানীয় একটি সমাজসেবী সংগঠনের সাহায্যে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা স্বাভাবিক হলে তাঁর কাউন্সিলিং চলে।

জানা যায় তাঁর নাম কেশব ভৌমিক। ৬২ বছর বয়স। বাড়ি ত্রিপুরার উদয়পুর জেলার জামজুড়ি এলাকায়। গত ৬ জুন তাঁর মেয়ে গোপা ভৌমিক(বিশ্বাস) এবং জামাই সুমন বিশ্বাসের বাড়ি আগরতলার উদ্দেশ্যে বের হন। কিন্তু মেয়ের বাড়ি আর পৌঁছাতে পারেননি। গত প্রায় একমাস ধরে মালদার বিভিন্ন পথে ঘুরে বেরিয়েছেন। পরে মহেশমাটি এলাকায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধ এখনো স্বাভাবিক হননি। শুভময় বসুর উদ্যোগে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। যোগাযোগ করা হয় ত্রিপুরা চাইল্ড লাইনের সঙ্গে। অবশেষে খোঁজ মেলে তাঁর মেয়ে জামাইয়ের। আজ তাঁরা এসে বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। তাঁদের হাতে বৃদ্ধকে তুলে দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েছিলেন মহেশমাটি এলাকার কাউন্সিলর থেকে শুরু করে এলাকার বাসিন্দারা, সমাজসেবী সংগঠনের কর্মীরাও।

Leave a Reply