নীল গাই উদ্ধার ! মালদহের হজরতপুর এলাকা থেকে উদ্ধার নীলগাইয়ের শাবক

Social

দেবু সিংহ, চাঁচল: মালদহের চাঁচলের জালালপুর পঞ্চায়েতের হজরতপুর এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ওই গ্রাম থেকে নীলগাইয়ের শাবকটিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিস। পরে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, হজরতপুর গ্রামের মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় এদিন দুপুরে ওই নীলগাইয়ের শাবকটিকে দেখতে পান গ্রামের বাসিন্দারা। বাসিন্দারাই নীলগাইটিকে উদ্ধার করে চাঁচল থানায় খবর দেন। চাঁচল থানার পুলিস ওই গ্রামে গিয়ে নীলগাইটিকে থানায় নিয়ে আসে এবং বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেন। পুলিস ও বন বিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান নদী পথে ভেসেই শাবক টি ওই গ্রামে আসে।

Leave a Reply