স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রক্তদান শিবিরের মাধ্যমে শুরু হলো মেমারী প্রেস ক্লাবের পথ চলা

Social

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: শুরু হলো মেমারী প্রেস ক্লাবের পথ চলা। মেমারী প্রেস ক্লাবের উদ্যোগে বড়শুল কিশোর সংঘ ও স্বেচ্ছাসেবী সংস্থা আঁচলের পূর্ণাঙ্গ সহযোগিতায় আয়োজিত হলো ১ম বর্ষ রক্তদান শিবির।

মেমারী প্রেস ক্লাবের সুচনা ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার অফিসার ইনচার্জ বনানী রায়, বর্ধমান সদর দক্ষিণ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, ও সি মেমারী সুদীপ্ত মুখার্জি, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বিডিও মেমারী ১ ডঃ আলি মহঃ ওয়ালিউল্লাহ, পৌরসভার প্রধান স্বপন বিষয়ী, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত সহ আমন্ত্রিত অতিথি গন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জি, স্বপন ঘোষাল, অভিজিৎ কোঙার, সনদ ব্যানার্জি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গণ।

মেমারী প্রেস ক্লাবের সভাপতি নুর আহম্মেদ বলেন, ” নব নির্মিত মেমারী প্রেস ক্লাবের পথ চলার প্রারম্ভিক পর্বে এমন মহতি উদ্যোগ করতে পেরে আমরা গর্বিত। সুদৃঢ় হোক আগামীর পথ চলা”।

প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র ও একটি করে চারা গাছ প্রদান করা হয়। পুরুষ মহিলা মিলে ৬২ জন রক্তদাতা রক্ত দান করেন।
রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক এর কর্মীরা।

Leave a Reply