মালদায় সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে

Social

দেবু সিংহ,মালদা:  সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে ।

শুক্রবার সকালে নির্মম এই ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আমজামতলা এলাকায়। এই ঘটনার পর আহত ওই বৃদ্ধাকে তার প্রতিবেশীরা ঘাতক ছেলের হাত থেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত জখম ওই বৃদ্ধা নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধার নাম নির্মলা মন্ডল (৬৫)। তার ছেলে জীবন মন্ডল বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধা মাকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার সকালে ওই বৃদ্ধার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করে। কিন্তু সেই টাকা দিতে না পারায় নিজের বৃদ্ধা মাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

এদিকে মেডিকেল কলেজে নিজের ঠাকুমাকে ভর্তি করানোর পর এক নাতি জানিয়েছেন, তার বাবা ঠাকুমার নির্মালা মন্ডলকে সম্পত্তি লিখে দেওয়ার দাবি জানাচ্ছিল। এদিন সকালে ঠাকুরমার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি মত চেয়ে না পাওয়ায় তার বাবা মারধর করেছে।

Leave a Reply